বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নবনির্বাচিত এমপিকে হবিগঞ্জ প্রেস ক্লাবের সংবর্ধনা 

হবিগঞ্জ প্রতিনিধি 

নবনির্বাচিত এমপিকে হবিগঞ্জ প্রেস ক্লাবের সংবর্ধনা 

হবিগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য অ্যাড. মো. আবু জাহির টানা ৪ বারের এমপি নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে রোববার (২৮ জানুয়ারি) প্রেস ক্লাবে এক সংবর্ধনা দেয়া হয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন, প্রেস ক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাবেক মো. শাবান মিয়া, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মো. ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ প্রমুখ বক্তব্য রাখেন। 

প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমি হবিগঞ্জবাসীর একজন সেবক আমি জনগণের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করে আসছি। ৪ বার আপনাদের সহযোগিতা ও ভোটে নির্বাচিত হয়েছি। আমাকে প্রেস ক্লাবের আজীবন সদস্য করেছেন। আমি এক পরিবারের লোক সব সময় আপনাদের বিপদে-আপদে পাশে ছিলাম। যতো দিন বেঁচে থাকবো ততোদিন পাশে পাবেন। 

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেল, সাবেক সভাপতি শাকিল চৌধুরী, সৈয়দ মশিউর রহমান, মীর মো. আব্দুল কাদির, মোশাহিদ আলম, মো. ছানু মিয়া, নুরুল হক কবির, জাকির চৌধুরী মো. সজলু মিয়া, এখলাছ আহমেদ প্রিয়, কাউছার আহমেদ প্রমুখ।

টিএইচ